জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের এমপি প্রার্থীদের নাম ঘোষণা 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Feb 1, 2025 - 22:46
 0  7
জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের এমপি প্রার্থীদের নাম ঘোষণা 
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর ৫ জেলার অঞ্চল কর্তৃক আয়োজিত উপজেলা দায়িত্বশীল সম্মেলন-২০২৫  অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল কর্তৃক আয়োজিত উপজেলা দায়িত্বশীল সম্মেলন শহরের কবি জসিমুদ্দিন হলে অনুষ্ঠিত হয়।
এ সময় অঞ্চল টিম সদস্য ও সাবেক ফরিদপুর জেলা আমির শামসুল ইসলাম আল বরাটির সঞ্চালনায় এবং সহকারী অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল পরিচালক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এম.পি জনাব এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। 
ফরিদপুর অঞ্চলের ৫ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত উক্ত সম্মেলনে প্রায় দুই শতাধিক ডেলিগেট উপস্থিত ছিলেন। 
দায়িত্বশীলদের উপস্থিতিতে অঞ্চল পরিচালক জনাব এ এইচ এম হামিদুর রহমান আযাদ ২০২৫ সালের পরিকল্পনা বুঝিয়ে দেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে শহীদ নেতৃবৃন্দ, তাদের পরিবার, সকল বিরোধী রাজনৈতিক শক্তিসহ এদেশের অধিকাংশ মানুষই ছিল মজলুম। বিশেষ করে শহীদ নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা যে লক্ষ্যকে সামনে রেখে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আল্লাহর উপর সর্বদা ভরসা করে, সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। 
তিনি আরও বলেন, দায়িত্বশীল হিসেবে আমরা যতদিন আল্লাহর পক্ষ থেকে যতটুকু হায়াত পাবো, ততোদিন তাঁরই নিঃস্বার্থ গোলামীর মাধ্যমে দায়িত্ব পালন করে শুকরিয়া আদায় করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সকল কার্যক্রম, কর্মতৎপরতা, কর্মসূচি এবং নিজের অর্থ, মেধা, সময় ও শ্রম সবকিছুই হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য।এবং অনুষ্ঠান শেষে তিনি ফরিদপুর অঞ্চলের কে কোন আসন থেকে এমপি নির্বাচন করবেন  প্রার্থীদের নাম ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow