জামিন পেলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Aug 7, 2024 - 18:45
 0  5
জামিন পেলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু 
জামিন পেলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা জজ আদালতের বিচারক আকবর আলী খান তার জামিন মঞ্জুর করেন।
গত ২৩ মে ফরিদপুর শহরের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের কর্মীসভা থেকে আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুলাই রাতে ফরিদপুর জেলা সদরের বায়তুল আমান বটতলা এলাকায় দুর্বৃত্তরা সবুজ মোল্লা নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০২২ সালের ৬ জুলাই নিহত সবুজের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায়  জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেনসহ ১০ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়।
এদিকে অনুর মুক্তিতে ‌ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow