জামিয়াতুল কামাল ইসলামিয়া মাদ্রাসায় হাফেজদের মাঝে পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ 

নোয়াখালী জেলা প্রতিনিধি
Mar 9, 2024 - 20:36
 0  9
জামিয়াতুল কামাল ইসলামিয়া মাদ্রাসায় হাফেজদের মাঝে পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ 

নোয়াখালীর মাইজদীতে নানা আয়োজনে শেষ হলো  জামিয়াতুল কামাল আল ইসলামিয়া(কামাল কমপ্লেক্স  মাদ্রাসার) বার্ষিক  পুরস্কার বিতরণ, ও শিক্ষা প্রদর্শনী এবং হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠান।

শনিবার সকালে নোয়াখালীর মাইজদী কোট সংলগ্ন কামাল কমপ্লেক্স এ অনুষ্ঠিত  অনুষ্ঠানে  মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা  মাসুদুর রহমানের সঞ্চালনায় ও  প্রতিষ্ঠাতা  সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন কামালের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন- জামিয়া ইসলামীয়া মাইজদী  ( আলামিন মাদ্রাসার) মহা পরিচালক হাফেজ মাওলানা আজিজুল্লাহ (নওয়াব),হাজির হাট জামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার মহা পরিচালক মাওলানা নুরুল ইসলাম। চর মটুয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা  আবু কাসেম আমীনি।

এই মাদ্রাসা টি আলহাজ্ব মহিউদ্দিন কামাল ২০১১ সালে প্রতিষ্ঠা করার পর থেকে সুনামের সাথে পড়াশোনা করছে মাদ্রাসা শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মাধ্যমে ৬০ জন হাফেজ কে পাগড়ি প্রদান এবং ২০২৩ সালের নুরানি হেফজুল কোরআন বিভাগের ৪৩৯ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।
অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা মাদ্রাসার সুনাম তুলে ধরেন।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন - আমেরিকান সিটিজেন সজল,  পরিচালনা কমিটির অন্যতম সদস্য   নুরুল ইসলাম (বসনিয়া)  বিশিষ্ট সমাজ সেবক- দুলাল মিয়া,সিরাজ মিয়া,  ওয়ার্ড কাউন্সিল আমিন উল্যাহ সেলিম,  সহ অন্যন্য নেতৃবৃন্দরা। 
পরে মুনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের মহা পরিচালক ও জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ নোয়াখালীর লক্ষীপুর এর সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। 
অনুষ্ঠান শেষে সকলের মাঝে দুপুরের নাস্তা রিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow