জালভোট প্রদানের দায়ে সদরপুর উপজেলায় একজনকে সাজা ও জরিমানা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চর নাছিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট প্রদানের সময় বুধবার বেলা পৌনে একটার দিকে জাল ভোট দেওয়ার অপরাধে মোঃ আরিফ মাতুব্বর, পিতা: দাদন মাতুব্বর,কে ২০১৩ এর ৭২ নং বিধি মোতাবেক দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা ও ৬ ছয় মাসের জেল প্রদান করা হয়। যার মামলা নং-০১/২০২৪
What's Your Reaction?