জিয়ানগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ১নং চরবলেশ্বর ওয়ার্ডে মহিউদ্দিন তুহিন (২৩) নামে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে স্ত্রীকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের ১নং ঢেপসাবুনিয়া ওয়ার্ডের বাসিন্দা রাসেল মোল্লার বড় ছেলে মহিউদ্দিন তুহিন ঈদ উপলক্ষে স্ত্রীকে নিয়ে চন্ডিপুরের চরবলেশ্বরে খালাতো ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবলেশ্বর ওয়ার্ডের ফকির বাড়ি সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদের পাশে পাকা রাস্তায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খান। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী মিম আক্তার (১৯) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কুমার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনা হলে দেখা যায়, স্বামী মহিউদ্দিন তুহিন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। তার স্ত্রী মিম আক্তার চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জিয়ানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী রেজা জানান, চন্ডিপুরের চরবলেশ্বরে মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত যুবক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন করার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?






