জিয়ানগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় জিয়ানগর থানা সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান, আল্লামা সাঈদীর পুত্র আলহাজ্ব মাসুদ সাঈদী। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও মোস্তান হাফিজ, বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেনসহ আরও অনেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমাজ থেকে অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে—এটা সকলকে বুঝতে হবে।”
বিশেষ অতিথি মাসুদ সাঈদী বলেন, “পুলিশ জনগণের বন্ধু। তবে একমাত্র পুলিশের পক্ষে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ নানা অপরাধ দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে এবং পুলিশকে সহযোগিতা করতে হবে।”
তিনি আরও বলেন, “অভিভাবকদের উচিত সন্তানের প্রতি নজর দেওয়া যাতে তারা মাদক বা অন্য কোনো অপরাধে না জড়ায়। ধর্মীয় শিক্ষার চর্চা বাড়াতে হবে এবং ইমামদেরও মসজিদে এসব বিষয়ে আলোচনা করতে হবে।”
সবশেষে বক্তারা সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পুলিশের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।
What's Your Reaction?






