জিয়ানগরে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার-২ 

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি
Feb 24, 2025 - 23:42
 0  6
জিয়ানগরে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার-২ 

পিরোজপুরের জিয়ানগরে পুলিশের  হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ। 

সোমবার (২৪ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ০৩ নং বালিপাড়া ইউনিয়নের ১নং সাঈদখালি ওয়ার্ডে এ ঘটনা  ঘটে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল খান এলাকার একটি  সামাজিক অনুষ্ঠানে যোগদান করেছে, পুলিশ এই খবর বিশ্বস্ত সূত্রে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। 

গ্রেফতারের খবরে সামাজিক অনুষ্ঠানে আগত উপস্থিত আত্মীয়-স্বজন ও আওয়ামী লীগ নেতারা হেলাল খানের গ্রেফতারে উত্তেজিত হয়ে বাগ বিতোন্ডা সহ হাতা হাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আসামি হেলাল খানকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। 

পুলিশ অতঃপর তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুস সাত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেফতার করে। এ ব্যাপারে স্থানীয়রা জানান যে, পুলিশ যে ০২জনকে গ্রেফতার করেছে তারা আসামি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত নয় বরং তারা অনুষ্ঠানের আয়োজকদের দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, ঘোষের হাট  বাজারে ককটেল বিস্ফোরক ও বিএনপির মিছিলের হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা হেলাল খান একজন চিহ্নিত অপরাধী।তাকে গ্রেফতারের পর তার আত্মীয়-স্বজনসহ স্থানীয় জনতা আসামী ছিনিয়ে  নিয়ে আইন পরিপন্থী কাজে জড়িয়েছে।  এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow