জীবিত রাসেল ভাইপার ধরে বন বিভাগে জমা দিলেন কৃষক শাহজাহান বিশ্বাস
জীবিত রাসেল ভাইপার সাপ ধরে বন বিভাগে জমা দিলেন কৃষক শাজাহান বিশ্বাস (৫২)।
তিনি শহরতলীর পূর্ব রামকান্তপুরের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মৃত নুরুদ্দিন বিশ্বাস।
তিনি গতকাল বিকেলে শহরতলীর গোল ডাংগীতে উক্ত রাসেল ভাইপার সাপটি দেখতে পান, পরবর্তীতে স্থানীয় লোকজনের
সহায়তায় উক্ত সাপটিকে প্লাস্টিকের কন্টেনারে ভরে ফেলেন। এ সময় তিনি কৃষি কাজে ব্যস্ত ছিলেন।
সাপটি লম্বায় প্রায় দেড় ফুট হবে বলে এলাকাবাসী জানান।
আজ সকালে পূর্ব গঙ্গাবতী এন এফ টি সি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান উক্ত রাসেল ভাইপার সাপটি গ্রহণ করেন।
What's Your Reaction?