জীবিত রাসেল ভাইপার নিয়ে প্রেসক্লাবের সামনে আসলেন কৃষক রেজাউল খান 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 22, 2024 - 22:45
 0  10
জীবিত রাসেল ভাইপার নিয়ে প্রেসক্লাবের সামনে আসলেন কৃষক রেজাউল খান 

জীবিত রাসেল ভাইবার নিয়ে প্রেসক্লাবের সামনে আসলেন কৃষক রেজাউল খান (৩২) তার পিতার নাম মনোরুদ্দিন খান।

শনিবার সন্ধ্যায় তিনি ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে উক্ত জীবিত ‌রাসেল ভাইপারটি দেখান। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন শনিবার(২২ জুন) বিকেলে  আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার ফসলি জমিতে চাষ করার সময় উক্ত রাসেল ভাইপার টি কে দেখতে পান । পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় সাপটিকে  অ্যালুমিনিয়ামের পাতিলে ভরে ফেলেন। এ সময় প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে উক্ত পাতিলের মুখ বন্ধ করে দেন ‌।
এ সময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু সহ স্থানীয় ‌ও অন্যান্য 
লোকজন ‌উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow