জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে পিরোজপুর জেলা প্রশাসনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ)দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী ও হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে তার নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার সামগ্রী ও ৮০ জনের মাঝে এ হেলথ কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলাউদ্দিন ভূইয়া (জনি), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমানস বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা গণ, গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীগন,ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের ত্যাগ তীতিক্ষার প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, কোন সংগঠনের ভিত্তিতে নয় বরং সাম্যের ভিত্তিতে আহত ও শহীদ পরিবার সরকারি সাহায্য-সহযোগিতা পাওয়ার ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। কোন কুচক্রী মহল যেন তাদের অর্জনকে ভূলুণ্ঠিত করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। পিরোজপুর জেলার সামগ্রিক উন্নয়নে যে যার জায়গা থেকে যেন অংশগ্রহণ করে সে ব্যাপারে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন। তিনি গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তথ্যের অপব্যবহার করে কেউ যেন তাদের অর্জনকে ভুলুন্ঠিত করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলেন।
তিনি বলেন, হেলথ কার্ড ব্যবহার করে সরকারি হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা পাওয়া যাবে, এর মাধ্যমে উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত হবে। তিনি গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের মাঝে ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময় করেন।পরিশেষে সকলে মিলে একটি উন্নত,সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সুকঠিন ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
What's Your Reaction?






