জুলাই আন্দোলনে আহতদের পাশে বেরোবি ও শহীদ স্মৃতি ফাউন্ডেশন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণআন্দোলনে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৫ এপ্রিল, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি ২৫ জন আহত শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ ও আর্থিক সহায়তার চেক তুলে দেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নতুন বাংলাদেশের পথে এক ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে।”
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ানোর জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সহায়তার জন্য রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ভেরিফিকেশন হেড মোঃ হারুন-অর-রশিদ, আহত শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






