জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের অনুদান

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুদান প্রদান করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
গতকাল বুধবার (১৯ মার্চ) ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. সোহেল মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ৩৬ শে জুলাই বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নেন। তিনি বলেন, "জুলাই বিপ্লবের শহীদদের জাতি হাজার বছর ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আহতদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।"
জিরুনা ত্রিপুরা বলেন, "ষোলো বছরের ফ্যাসিবাদী শোষণ ও দমন-নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি নতুন করে স্বাধীনতার স্বাদ নিতে শুরু করেছে। শহীদদের প্রতি ভালোবাসা ও তাদের লক্ষ্যে অটল থেকে আমাদের এগিয়ে যেতে হবে।"
ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. সোহেল মিয়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগকে মহতি উল্লেখ করে বলেন, "এটি শহীদদের স্মৃতি সংরক্ষণ ও সামাজিক সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।"
ফাউন্ডেশনের কর্মকর্তারা জেলা পরিষদ চেয়ারম্যানের এই মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
What's Your Reaction?






