জেলা প্রশাসকের মতবিনিময় সভা, অনুন্নয়ন ও সংকট নিরসনে প্রতিশ্রুতি

সাবাই মারমা, মহালছড়ি প্রতিনিধি
Mar 11, 2025 - 16:32
 0  4
জেলা প্রশাসকের মতবিনিময় সভা, অনুন্নয়ন ও সংকট নিরসনে প্রতিশ্রুতি

খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সাথে মহালছড়ি উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১:৩০টায় মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁনের সঞ্চালনায় সভায় বক্তারা মহালছড়ি উপজেলার নানা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহম্মেদ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা মহালছড়ি উপজেলার অবকাঠামোগত সংকট, শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ও পর্যটন খাতের উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, প্রাচীন উপজেলা হওয়া সত্ত্বেও মহালছড়ি নানাবিধ সমস্যায় জর্জরিত।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, "মহালছড়ি উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলার সবচেয়ে অনুন্নত ও অবহেলিত এলাকা। এখানকার সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তা দেওয়া হবে। সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করা হবে।"

সভা শেষে জেলা প্রশাসক মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা দেখে তিনি হতবাক হন এবং দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও, মহালছড়ি উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে গ্রাম পুলিশ ও চৌকিদারদের সক্রিয়ভাবে কাজ করার অনুরোধ জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow