জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থানরত অসহায় ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগ,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মোঃ সাইফুল ইসলাম।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গত তিন/চার দিন ধরে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে যায়। তাই দিনের বেলা দাপ্তরিক কাজ শেষে রাতের বেলা জেলা প্রশাসকের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থাকা ২ শত জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পুরো উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে।
What's Your Reaction?