জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নান্দাইলের ওসি ফরিদ আহম্মেদ 

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
Feb 2, 2025 - 19:08
 0  8
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নান্দাইলের ওসি ফরিদ আহম্মেদ 

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আহমেদ জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব পুরষ্কার পেয়েছেন। জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণাকারী সাহসী ও তারুণ্যদীপ্ত ওসি ফরিদ আহমেদ মাদক উদ্ধার, হত্যা মামলা ও ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রোববার (২রা ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রায়হানুল ইসলামের পদোন্নতি সূত্রে প্রস্থান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর হাত থেকে তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্থ পুরষ্কার গ্রহণ করেন। তিনি নান্দাইল মডেল থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোরভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি মানবিক ওসি হিসাবেও বেশ প্রশংসিত হয়েছেন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, এ অর্জন আমার একার নয়, এটা আমার থানার স্টাফ সহ নান্দাইলের সচেতন নাগরিকের। এছাড়া এটা আমার অন ডিউটি। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরোটলারেন্স অব্যাহত সহ অপরাধী সে যেই হোক না কেন ? তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এজন্য থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানাই। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow