টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছতার অঙ্গীকার পুলিশের

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 5, 2025 - 17:06
Apr 5, 2025 - 17:06
 0  4
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছতার অঙ্গীকার পুলিশের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

পুলিশ সুপার জানান, রোববার (৬ এপ্রিল) থেকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এবারের নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করে প্রার্থী নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, নিয়োগে অংশগ্রহণের জন্য মোট ৫৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। তাঁদের প্রত্যেককে যাচাই-বাছাই করে দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করা হবে।

পুলিশ সুপার বলেন, “আমি সকল প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের অনুরোধ জানাই—কেউ যেন কোনো দালালের খপ্পরে না পড়েন। এ নিয়োগে কোনো অর্থ লেনদেন, সুপারিশ বা প্রভাবের সুযোগ নেই। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
মোঃ ইকবাল হোসাইন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),
মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস),
মোহাম্মদ মহিদুল ইসলাম, ডিআইও-১ (ডিএসবি),
মোহাম্মদ মোজাফফর হোসেন, অফিসার ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা,
উত্তম কুমার শর্মা, ইনচার্জ, পুলিশ মিডিয়া উইং, ব্রাহ্মণবাড়িয়া।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow