টেকনাফে আড়াই লক্ষ পিস ইয়াবার চালান জব্দ 

হাবিবুল ইসলাম হবিব,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
Jan 12, 2025 - 21:15
 0  7
টেকনাফে আড়াই লক্ষ পিস ইয়াবার চালান জব্দ 

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচারকালে আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া ডাবল জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে, চোরাচালান প্রতিরোধ টহলদল কর্তৃক গোপন তৎপরতা এবং নজরদারী বৃদ্ধি করা হয়।

দমদমিয়া বিওপির ৫ টি নৌ টহলদল নাফ নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনার এক পর্যায়ে ভোর সাড়ে ৫ টার দিকে, কর্কশিট দ্বারা উদ্ভাবিত উপায়ে তৈরি ভেলার সাহায্যে দুইজন ব্যক্তিকে অভিনব পদ্ধতিতে মাদক নিয়ে নাফনদী সাঁতরে পারাপারের সময় বিজিবির বিশেষ টহলের মুখোমুখি হয়। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীদলটি মাদক বহনের জন্য ব্যবহৃত ভেলাটি ফেলে রাতের আঁধার এবং ঘন কুয়াশার আড়ালে নদী সাঁতরিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের অপর পার্শ্বে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, নৌ টহলদল তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভেলা হতে দুইটি মাদক ভর্তি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত চটের বস্তার ভিতর হতে ২৫টি ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত ঘটনার বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আরো বলেন, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow