টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২০০ কেজি ওজনের পাখি মাছ

হাবিবুল ইসলাম হবিব,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
Jan 10, 2025 - 21:50
 0  2
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২০০ কেজি ওজনের পাখি মাছ

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ উপকূলে জেলের জালে ধরা পড়েছে পাঁচ মণ ওজনের একটি বিশাল পাখি মাছ। খবর পেয়ে মাছটি দেখতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও ভিড় লেগে যায়। 

ট্রলার থেকে নামানোর সময় মাছটি অনেক জন জেলে কাঁধে নিয়ে মিছিল সহকারে নিয়ে আসে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে। সেই সময়ে দাম হাঁকানো হয় ৪৫ হাজার টাকা।  

ট্রলারের মালিক মোহাম্মদ রফিক জানান, শুক্রবার দুপুরে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রির জন্য মাছটি নিয়ে আসে জেলেরা। এই এলাকায় পাখি মাছের চাহিদা তেমন না থাকায় বিক্রি করা হলো মাত্র ১৫ হাজার টাকায়। এসময় বিশাল মাছটি এক নজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ।

মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম বলেন, আমার জীবনে এত বড় পাখি মাছ দেখিনি। আমাদের এদিকে এই মাছ তেমন পাওয়া যায় না। গভীর সাগরে এ মাছের দেখা মেলে। টেকনাফ এলাকায় এসব মাছের তেমন চাহিদা না থাকায় খুব কম দামে বিক্রি হয়েছে। ট্রলার মালিকের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা দাম হাঁকানো হয়। পরে মাছ ব্যবসায়ী সুলতান আহমদ ১৫ হাজারে কিনে নিয়েছেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। এর ওজন পাঁচ মণের বেশিও হয়ে থাকে। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এই মাছ খেতে খুব সুস্বাদু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow