টেকনাফে পৃথক অভিযানে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার 

হাবিবুল ইসলাম হবিব,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
Jan 24, 2025 - 19:56
 0  2
টেকনাফে পৃথক অভিযানে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া পাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে মো. সেলিম উদ্দিন (৩০)।

২৪ জানুয়ারি শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি)।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শীলখালী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিকে থামানো হয়। তল্লাশির সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ডান পায়ে ফিটিং অবস্থায় লুকানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

একই দিন সন্ধ্যায় হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে তুলাতুলি এলাকায় পাচারের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা ইয়াবার খবর পায় বিজিবি। সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি গর্ত থেকে মাদক ভর্তি একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে একই দিন সন্ধ্যায় হ্নীলা বিওপির একটি নিয়মিত টহলদল বিআরএম-১৩ এলাকা থেকে প্রায় ৩.৫ কিলোমিটার উত্তর-পূর্বে ওয়াবরাং এলাকায় টহলকালে নাফ নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের ভেতরে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃত আসামিকে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow