টেকনাফে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা, স্বর্ণ ও অস্ত্র জব্দ, রোহিঙ্গা নারী-পুরুষসহ আটক:৭

হাবিবুল ইসলাম হবিব,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
Jan 27, 2025 - 19:45
 0  5
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা, স্বর্ণ ও অস্ত্র জব্দ, রোহিঙ্গা নারী-পুরুষসহ আটক:৭

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫২ হাজার ৬৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)।

আটককৃত ব্যক্তিদ্বয় হলেন, হোয়াইক্যং ইউনিয়নের কেরেঙ্গাঘোনা এলাকার আলী আকবর এর ছেলে নুরুল বশর (২৪)। অপরজন হ্নীলা ইউনিয়নের নাটমুরা পাড়ার আমির হোছাইনের ছেলে শাহাব উদ্দিন (৩৫)।

২৭ জানুয়ারি সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি)। উক্ত ঘটনার বরাতে তিনি জানান,হোয়াইক্যং বিওপি'র একটি টহলদল কেরেঙ্গাঘোনা এলাকায় গেলে সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তি বিজিবি'র উপস্থিতি বুঝতে পেরে  হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে চারদিক থেকে ঘেরাও করে আটক করে। পরে পোটলাটির ভিতর পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে। অপরজনকে হোয়াইক্যং চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা জব্দকৃত সিএনজিটি তল্লাশী করে লুকায়িতভাবে দুই হাজার পয়ষট্টি পিস ইয়াবা উদ্ধার করে।

এদিকে ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি চৌকশ অভিযানিক দল টেকনাফ পৌরসভার কেকে পাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায় যে, কতিপয় মায়ানমারের নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরের একটি আবাসিক ভবনে অবস্থান করছে। অভিযান পরিচালনার সময় উক্ত ভবনে অবস্থানরত মায়ানমারের ০২ জন  নারীর কাছ থেকে বেআইনি ভাবে দুটি পোটলায় রক্ষিত ১৭৯ ভরি স্বর্ণ এবং বাংলাদেশি নগদ ৪লক্ষ ৪হাজার ১শ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে, অভিযান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। উল্লিখিত সামগ্রীসমূহ জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।এতে ধৃত রোহিঙ্গারা হচ্ছেন,মোছাঃ খালেদা ও মোছাঃ মারুয়া (১৬)।

এছাড়া উনচিপ্রাং হতে কুতুপালংগামী একটি সিএনজির ০৩ জন আরোহীকে সন্দেহজনক তল্লাশী করে অবৈধ দুইটি অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হচ্ছেন, ৩নং ব্লকের ৭ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের উঁচুং যোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), ব্লক-এ/২ এর ৭ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্প দ্বীন মোহাম্মদের ছেলে মোঃ শরিফ (১৮), ৭ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্প  ব্লক-এ/২ এর ফকির আহম্মদের ছেলে মোঃ হাসিম (২০)।

লে. কর্নেল আশিকুর রহমান জানান,  উদ্ধারকৃত মাদক, স্বর্ণ, নগদ টাকা এবং আটককৃত আসামিদের নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং টেকনাফের জনমনে সস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow