টেকনাফে মালিকবিহীন ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

হাবিবুল ইসলাম হবিব,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
Jan 22, 2025 - 15:49
 0  4
টেকনাফে মালিকবিহীন ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কসবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

২২ জানুয়ারি বুধবার বিজিবি সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার হতে একদল মাদক পাচারকারী ২ বিজিবির অধীনস্থ লেদা বিওপির আওতাভূক্ত বিআরএম-১১ হতে প্রায় ০১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে। নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত FURUNO RADAR এর মাধ্যমে সীমান্তে গতিবিধি পর্যালোচনার মাধ্যমে অধিনায়ক ২ বিজিবির তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি হতে পৃথক দুটি দল মেম্বার পোস্ট এলাকায় অভিযান করা হয়। এ সময় মাদক পাচারকারী দল  বিজিবির সদস্যদের অভিযান টের পেয়ে রাতের আধাঁরের খরেরদ্বীপ নামক স্থানে তাদের বহনকৃত মাদক বস্তাগুলো বিক্ষিপ্তভাবে ফেলে দিয়ে ফের মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

এ সময় টেকনাফ ব্যাটালিয়নের অভিযানরত দল পুরো এলাকা তল্লাশী করে বিভিন্ন বস্তায় বিশেষভাবে প্যাকেটজাতরত অবস্থায় ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

এব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, অভিযান চলাকালে মাদক বহণের সাথে বাংলাদেশী কারো সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow