ঠাকুরছড়ায় বর্ষবরণের বৈসু উৎসব উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Apr 6, 2025 - 14:54
 0  2
ঠাকুরছড়ায় বর্ষবরণের বৈসু উৎসব উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ উপলক্ষে খাগড়াছড়ির ঠাকুরছড়ায় শুরু হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। শনিবার (৫ এপ্রিল) বিকেলে ঠাকুরছড়া নতুন বাজার মাঠে বেলুন উড়িয়ে ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

‘আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়’—এই স্লোগানে আয়োজিত উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ‘সুকৈ’ খেলা ও দড়ি টানাটানি প্রতিযোগিতা। খেলায় অংশ নেন বিবাহিত ও অবিবাহিত নারী-পুরুষেরা।

উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর প্রাক্তন ওয়ারেন্ট অফিসার ননী ব্রত ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা ও প্রাক্তন জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা।

প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, “শিক্ষাই জাতির মূল ভিত্তি। উৎসবের আনন্দের সঙ্গে শিক্ষার আলোও ছড়িয়ে দিতে হবে।” তিনি সমাজে প্রতিহিংসা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এগিয়ে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক পুলক নারায়ণ ত্রিপুরা। উপস্থিত ছিলেন সমাজসেবক অরুন বিকাশ ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow