ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত, মসজিদের মাইকিংয়ে চাঞ্চল্য

আলমাস বেপারী, মাদারীপুর
Mar 11, 2025 - 13:43
 0  13
ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত, মসজিদের মাইকিংয়ে চাঞ্চল্য

মাদারীপুরের কালকিনিতে সোমবার রাতে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে এলাকাবাসী। গভীর রাতে হঠাৎ করেই মসজিদের মাইক থেকে ঘোষণা শোনা যায়— "ডাকাত পড়েছে!" সঙ্গে সঙ্গে প্রতিটি পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘুমন্ত মানুষ চিৎকার-চেঁচামেচির শব্দে ঘুম থেকে জেগে ওঠে, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। বিভিন্ন রাস্তার মোড়ে, বাড়ির সামনে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে পাহারা বসানো হয়।  

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা শুধুমাত্র চিৎকার ও মাইকিং শুনেই আতঙ্কিত হয়ে পড়েন, তবে কোথাও বাস্তবে ডাকাতির ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। কেউ বলছেন, চিৎকার শুনে বের হয়েছেন, আবার কেউ বলছেন মসজিদের মাইকিং শুনে রাস্তায় নেমেছেন। আতঙ্কের মধ্যে বিভিন্ন এলাকার পাহারার দৃশ্য এবং ছোটাছুটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিছু স্থানে হাতবোমার শব্দ শোনা গেছে বলেও অনেকে দাবি করেছেন, তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।  

অপরদিকে, কালকিনি থানা পুলিশ ও প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহল দেয়। কালকিনির ব্যবসায়ী হাসান আলী জানান, "আমরা নামাজ শেষ করে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মসজিদের মাইকিং ও চিৎকার-চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায়। চারপাশে শুনতে পাই— 'ডাকাত আইছে! ডাকাত আইছে!' আতঙ্কিত হয়ে বাইরে বের হলে দেখি, সবাই ছোটাছুটি করছে, কিন্তু আসলে কোথাও কোনো ডাকাত দেখিনি।"  

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, "মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে টহলের ব্যবস্থা করা হয়েছিল। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য বা সত্যতা পাওয়া যায়নি।" প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow