ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের মানবতা
সোমবার সকাল ৯ টার দিকে ডিএমপি ট্রাফিক ওয়ারী বিভাগের অধীনে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে একজন রিকশাচালক চলন্ত অবস্থায় রিকশা থেকে রাস্তার উপরে ছিটকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাসের নেতৃত্বে ট্রাফিক সদস্যগণ তার মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন । অতঃপর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিক্সাওয়ালাকে খাওয়ালে তিনি ক্রমাগত সুস্থ হয়ে সাধারণ অবস্থায় ফিরে আসেন। প্রচন্ড গরমের কারণে রিক্সাওয়ালার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় বলে রিক্সাওয়ালা অভিমত ব্যক্ত করেন । উল্লেখ্য, যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে গত ০৬ দিন যাবত পথচারী এবং অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ চলছে। তার সুফল হিসেবে আজ অসুস্থ রিক্সাওয়ালাকে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে।
What's Your Reaction?