ডিগ্রি পাসকোর্সের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাসকোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মো. আরিফ, হাফিজা সুলতানা, আকাশ মিয়া, সাব্বির হোসেন ও অপু আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নার্সদের শিক্ষাগত মর্যাদা এখনো স্বীকৃত নয়। হাফিজা সুলতানা বলেন, “আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে নার্সিংয়ে এসেছি। রোগীদের সেবা দিতে গিয়ে দিনরাত খেটে চলেছি। তবুও এই পেশা বারবার অবহেলার শিকার হচ্ছে।”
আরেক শিক্ষার্থী মো. আরিফ জানান, গত সরকার আমলে এবং ২০২৪ সালের ২১ আগস্ট প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছিলেন শিক্ষার্থীরা। স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার আশ্বাস মিললেও দীর্ঘ সাত-আট মাসেও কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুততম সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
What's Your Reaction?






