ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 24, 2025 - 15:29
 0  3
ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর হাসপাতালের সামনে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি প্রতীক, ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন, নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা খাতুনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও তারা স্নাতকের সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরেই তারা এ দাবি জানিয়ে আসলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা আরও জানান, এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। নীতিনির্ধারকদের মৌখিক সমর্থন মিললেও এখনো লিখিত বা বাস্তবায়িত কোনো ঘোষণা আসেনি।

সমাবেশে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস, ডিউটি ও হাসপাতালের সব ধরনের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রাখা হবে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন বলেন, “আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে পড়ার সুযোগ পেয়েছি। পূর্বে এই কোর্স ছিল ৪ বছর মেয়াদি, বর্তমানে তা ৩ বছরে নামিয়ে আনা হয়েছে। অথচ অন্যান্য ক্ষেত্রের শিক্ষার্থীরা স্নাতক মর্যাদা পায়, আমরা কেন নয়?”

জেলা শাখার সভাপতি প্রতীক বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের যৌক্তিক দাবির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না। দাবি না মানলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow