ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার বেরোবি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Feb 16, 2025 - 18:26
 0  5
ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার বেরোবি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ

জামালপুরের ইসলামপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ নেতা ও আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে আত্মগোপনে ছিলেন। উল্লেখ্য, তিনি আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow