থানচিতে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলন সামগ্রী জ্বালিয়ে দিয়েছে প্রশাসন
বান্দরবানের থানচি উপজেলার শংঙ্খ নদীর এপার ওপার এবং মাঝ খানে প্লাস্টিকের ড্রামের ভেলা তৈরী করে ড্রেজার মেসিনের অবৈধ পন্থা বালুর উক্তোলন করেছে প্রভাবশালী বিগত সরকারের দোষরজনেরা।
নদীর পথে ইঞ্জিন চালিত নৌকা চলাচলের উপর প্রতিবন্ধকতা সৃষ্ঠি হলে সাধারণ জনগনের অভিযোগের অভিযান চালিয়ে উপজেলার নারিকেল পাড়াসহ কয়েকটি স্থান থেকে ড্রেজার মেশিনসহ বালু উক্তোলন সামগ্রী জালিয়ে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার ০৭ জানুয়ারী সন্ধ্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী থানচি থানা পুলিশ নিয়ে আকস্মিক অভিযান পরিচালনা করেন।
অভিযান টের পেয়ে ড্রেজার চালক এবং বালু উক্তোলনের জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার কাউকে আটক করার সম্ভব হয় নি।
প্রশাসনিক কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী জানান,শংঙ্খ নদীর মাঝ খান থেকে অবৈধ পন্থা ড্রেজার মেসিনের বালুর উক্তোলনের ফলে নদীর দুই ধারে চরের চীনা বাদাম,শাক সবজি,আলু,ভূট্টা চাষীদের ক্ষয় ক্ষতি হয়েছে ব্যাপক কৃষি জমির ও ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যাপক। এছাড়াও নদীর দুই ধারে সরকারী স্থাপনা,অসহায় গরীব পরিবারের ঘরবাড়ী,খামার বাড়ী, সেতু,কালভাটসহ অসংখ্য স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা প্রচুর এবং পরিবেশের মারাতক অবক্ষয় থেকে রক্ষা করার প্রয়োজন মনে করে অভিযান পরিচালনা করা হয়েছি।
What's Your Reaction?