ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাই, আটক ৩

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 25, 2025 - 21:36
 0  7
ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাই, আটক ৩

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী একটি চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা একাধিক যাত্রীর মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

সোমবার রাত পৌনে ৮টার দিকে সাভারের রেডিও কলোনি থেকে সিএন্ডবি মোড় পর্যন্ত চলন্ত বাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে ৪-৫ জন যাত্রীবেশী দুর্বৃত্ত এতে ওঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালায়। ছিনতাই শেষে তারা সিএন্ডবি বাসস্ট্যান্ডে নেমে দ্রুত পালিয়ে যায়।

পরে বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিকে আটক করে। তারা ছিনতাইয়ে জড়িত থাকার সন্দেহে বাসের চালক, হেলপার ও কন্ডাক্টরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, "বাসটি জাহাঙ্গীরনগর ডেইরি গেটে আটকে রাখা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি সাভার থানার অধীন, তাই বাসটি ও আটক ব্যক্তিদের সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।"

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেও সাভারের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটে, যেখানে যাত্রীদের আহত করা হয়েছিল। ধারাবাহিকভাবে একই পরিবহনে এ ধরনের অপরাধের ঘটনায় যাত্রীরা আতঙ্কিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow