ঢাকা জেলা "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে ৫ জন গ্রেফতার

মো: শামীম আহম্মেদ, আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
Feb 14, 2025 - 22:50
 0  9
ঢাকা জেলা "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে ৫ জন গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালিত হচ্ছে। জেলার আশুলিয়া থানা সহ বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ সেলিম মিয়া (২৮) সাং: খতিয়া ।থানা:নবাবগঞ্জ,ঢাকা। নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি
 ২. ইকবাল আহমেদ নিবীড়(৪৩) - সাং: আলুকান্দা থানা:দক্ষিণ-কেরানীগঞ্জ ঢাকা। সাংগঠনিক সম্পাদক ।০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ -কোন্ডা ইউনিয়ন । 
৩. মো:আবীর হোসেন মিয়া(২৩) ,সাং-উত্তর গাজীরচট  থানা: আশুলিয়া,ঢাকা। ছাত্রলীগ কর্মী।
৪.আঃ রশিদ বেপারী (৫২)সাং- টংগাবাড়ী থানা: আশুলিয়া ঢাকা। আওয়ামীলীগ সমর্থিত 
৫. মোঃ শিপন রানা(২৬) থানা: নওগাঁ সদর,বর্তমান ঠিকানা: ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ । থানাঃআশুলিয়া,ঢাকা। শ্রমিকলীগ কর্মী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow