ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 26, 2025 - 17:09
 0  3
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় ফরিদপুরের রেজিস্ট্রেশনভুক্ত একটি মোটরসাইকেলকে (ফরিদপুর ল-১২-১০২৩) অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক আলিমুল ঘটনাস্থলে মারা যান। এ সময় তার সাথে থাকা আরোহী আব্দুর রহমান আহত হন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে নিমতলা রেলস্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে আরও একটি দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে চালক ফারুকউজ্জামান ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে, শুক্রবার রাতে উপজেলার সমষপুর এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের মধ্যে নিরব ও মুন্নাকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারজিয়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পৃথক তিনটি দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow