মাওয়া-ভাঙ্গা সড়কে ট্রাকের সাথে বাসের সংঘর্ষে নিহত -৫, আহত -১৫
ঢাকা- মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়কের মাদারীপুরের শিবচরের (ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী) সূর্যনগর বাসস্ট্যান্ডে ট্রাকের সাথে বাসের সংঘর্ষ, নারী শিশুসহ অন্তত ৫ জন নিহত এবং কমপক্ষে ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারী-২০২৪) সাড়ে ৮ টার দিকে দূর্ঘটনা ঘটে। ভাঙ্গা ও শিবচর হাইওয়ে থানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্য্যনগর নামক স্থানে পৌছলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে বিধ্বস্ত হয়। এ সময় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় বলে জানা গেছে।
এলাকার জনৈক প্রত্যক্ষদর্শী জানান,' বিকট শব্দে হাইওয়েতে এসে দেখি ট্রাকের সাথে বাসের সাথে সংঘর্ষে উল্টে যায়। আর বাসের সামনে দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।'
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল জানান,'দূর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে পাঠানো হয়েছে।'
What's Your Reaction?