ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Mar 20, 2025 - 22:07
 0  4
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এ সময় “অবৈধ প্রমোশন মানি না, মানব না”সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়কের ইসলামপুর এলাকা।

এর ফলে বিজয়নগরের চান্দুরা থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উচ্চ আদালত ৩০ শতাংশ পদ ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির পক্ষে রায় দিয়েছেন। ফলে তারা জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন পাবেন। কিন্তু এই পদ মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত। এতে নতুন ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ চাকরির সুযোগ কমে যাবে।

তারা আরও জানান, তাদের সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাশাপাশি, তারা মিড টার্ম পরীক্ষা বর্জনসহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহসিনুর রহমান জানান, আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা গতকাল থেকে শান্তিপূর্ণভাবে কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং মিড টার্ম পরীক্ষা বর্জন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow