ঢাকায় সরাসরি পুলিশকে পিটিয়ে হত্যার আসামী প্রকাশে ঘুরছে।
বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ক্যাডার শাহজাহান কবির সাজু প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। অথচ সে গত বছরের ২৮ শে অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে সরাসরি পুলিশকে পিটিয়ে হত্যা করার সময় গুলি বিদ্ধ হয়। জানা যায় এতদিন সে পলাতক ছিলেন। এখন ফুলবাড়িয়া এসে মাদক ব্যবসা, অবৈধভাবে ভূমি দখল থেকে শুরু করে নানান রকমের অপকর্মে লিপ্ত রয়েছে। তার নামে ফুলবাড়িয়া থানায় মাদক মামলা সহ একাধিক মামলা চলমান আছে। সে যে পুলিশকে পিটিয়ে মারার সাথে জড়িত, ঐসময় সে গুলি বিদ্ধ হওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিএনপির অনেক নেতা কর্মীরা। এই বিষয়ে প্রতিবেদককে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, আমি নতুন যোগদান করেছি। আমি জানতাম না পুলিশকে পিটিয়ে হত্যার আসামী এখানে থাকে। আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্হা নিচ্ছি।
What's Your Reaction?