বিজয় ইন্টারন্যাশনালের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ‌টি-শার্ট ও স্যালাইন বিতরণ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 1, 2024 - 14:18
May 1, 2024 - 14:20
 0  7
বিজয় ইন্টারন্যাশনালের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ‌টি-শার্ট ও স্যালাইন বিতরণ 

ফরিদপুরে বৈশাখের প্রচন্ড তাপমাত্রায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। বেশ কিছুদিন ধরে ফরিদপুর শহরে বৃষ্টি নেই। আর তাই ‌প্রচন্ড গরমে ‌ হাসফাঁস অবস্থা ‌সবার। 
 আর ঠিক তখনই ‌সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ‌বিজয় ইন্টারন্যাশনাল নামে ‌একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 
আজ বুধবার  সকালে ‌শহরের নিউমার্কেট জনতা ব্যাংকের মোড়,‌ আলিপুর মোড় সংলগ্ন ‌এলাকায় এ সময় তারা প্রায় ‌ দুই হাজার লোকের মধ্যে ‌ টি শার্ট, পানি ‌ ও স্যালাইন বিতরণ করে। 
এ সময় উপস্থিত ছিলেন  ‌ সংগঠনের পরিচালক জয়া বার্লিন। ব্যবস্থাপনা পরিচালক জ্যাকব বার্লিন। অন্যানের মধ্যে  উপস্থিত ছিলেন ‌ আনন্দ, হাসি, খুশি , সুখী, মিষ্টি ফাহিম জাকারিয়া, হৃদয় রেন্টু, দিলীপ তানভীর, ঋতু, হাজেরা সামচি ও রবিউল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow