তারুণ্যের উৎসব উপলক্ষে নাজিরপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'- এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর সহ উপজেলার বিভিন্ন অংশে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন, উপজেলা প্রোকৌশলী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মশিউর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক ইয়াহিয়া খান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, যুগ্ম আহবায়ক মুহাম্মাদ তাওহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মিজান শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, সারাদেশে বিপিএলের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত হচ্ছে। সারাদেশের ন্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। অনেক গুলির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান একটি। নাজিরপুরের জন্য নাম দিয়েছি ক্লিন নাজিরপুর। যেটা আমরা চেয়েছি শুধু উপজেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ, উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলি ও শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এতে সকলেই অংশগ্রহন করেন।
সবকিছুর মধ্যে সুন্দরও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সফল ভাবে সম্পন্ন হয়েছে । এতে অংশগ্রহণ করা সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
What's Your Reaction?