তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা
কুষ্টিয়া খোকসায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই জানুয়ারি ) সকাল ১১ টায় সময় খোকসা পৌর হলরুমে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করেন খোকসা পৌরসভা। যে সকল বিদ্যালয় অংশগ্রহণ করেন খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, খোকসা জানিপুর বালিকা বিদ্যালয়, খোকসা দাখিল মাদ্রাসা হইতে একটি দলসহ প্রতিটি দুইটি করে দলে পাঁচজন করে অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
আজকের এই অনুষ্ঠানের আহবায়ক সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন।
সদস্য সচিব মোঃ সুজন আলী পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী, খোকসা পৌরসভা।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য খোকসা পৌরসভা, যুব উন্নয়ন কর্মকর্তা সদস্য খোকসা পৌরসভা সমাজসেবা কর্মকর্তা সদস্য খোকসা পৌরসভা , উপসহকারী কৃষি কর্মকর্তা সদস্য খোকসা পৌরসভা, ভূমি সহকারী কর্মকর্তা সদস্য খোকসা পৌরসভা। পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ মাধ্যমিক শিক্ষক।
What's Your Reaction?