তারেক রহমানের পক্ষ থেকে নেছারাবাদ উপজেলা বিএনপি'র ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নেছারাবাদ উপজেলা বিএনপি'র তত্ত্বাবধানে বিভিন্ন শ্রেণীর শতাধিক মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নে নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম রেজার বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় নানা শ্রেণী পেশার শতাধিক মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস বিতরণ করা হয়।
নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক ও নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
প্রধান অতিথি বিতরণ অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন নতুন করে দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশের অসহায়,দরিদ্র মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের মত অন্যান্য সকল বিত্তবানদেরও উচিত সাধ্য অনুযায়ী অসহায়,গরিব ও দুস্থ মানুষের মাঝে এরকম উপহার সামগ্রী পৌঁছে দেওয়া।
এছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আতিকুল ইসলাম লিটু, উপজেলা বিএনপির সদস্য মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: সোহেল রানা মৃধা ও মো: মেহজাবিন কিবরিয়া শোয়েব, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন সজীব,ছাত্রনেতা মাহফুজুর রহমান রাতুলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?






