তিন গ্রামের একমাত্র সরকারি বিদ্যালয়, নেই পাকা রাস্তা

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের ভূতুলিয়া গ্রামে অবস্থিত ভূতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি গ্রামের শিক্ষার্থীদের জন্য একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলেও বিদ্যালয়ে যাতায়াতের কোনো পাকা রাস্তা নেই। ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা।
এই বিদ্যালয়ে ভূতুলিয়া ছাড়াও পাশের কানুপাড়া ও তালপাতিলা গ্রামের শতাধিক শিশু পড়াশোনা করে। তবে বিদ্যালয় পর্যন্ত যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা ও ভাঙাচোরা। বর্ষা মৌসুমে তা কাদায় পরিণত হয়—শিক্ষার্থীদের ভিজে, পিছলে পড়ে ও ময়লা ড্রেসে ক্লাসে যেতে হয়। এতে অনীহা বাড়ছে, কমছে উপস্থিতি।
অভিভাবক নাজমুল হক বলেন, “প্রতিদিন এই দুর্ভোগে ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানো কষ্টকর। নিরাপত্তার অভাবেও অনেকে আর পাঠাতে চান না।”
বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি তাদের দুর্দশার কথা জানিয়ে নোবেলজয়ী সমাজসেবক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিশেষ আবেদন জানিয়েছে—তিনি যেন বিষয়টি গুরুত্ব দিয়ে একটি পাকা রাস্তা নির্মাণে সহায়তা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অবিলম্বে রাস্তার উন্নয়ন না হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার আরও বাড়বে, দুর্বল হবে প্রাথমিক শিক্ষার ভিত্তি। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পাকা রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
হাঁসাইগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, “নির্বাচিত হওয়ার পর থেকে কয়েকবার এলজিআরডিতে প্রকল্প পাঠিয়েছি। আশা করছি, খুব শিগগিরই কাজ শুরু হবে।”
এ বিষয়ে নওগাঁ এলজিআরডির উপ-সহকারী প্রকৌশলী বলেন, “বিদ্যালয়ের রাস্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে।”
স্থানীয়দের ভাষ্য—সমস্যার দ্রুত সমাধান না হলে তিন গ্রামের শতাধিক শিশু প্রাথমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। এটাই এখন তাঁদের প্রধান উদ্বেগ।
What's Your Reaction?






