তিস্তারচরে অবস্থান কর্মসূচীর প্রস্তুতি মূলক সভা

লালমনিরহাট জেলা প্রতিনিধি
Feb 5, 2025 - 19:27
 0  12
তিস্তারচরে অবস্থান কর্মসূচীর প্রস্তুতি মূলক সভা

জাগো বাহে তিস্তা বাচাই ডাক দিয়েছেন দুলু ভাই সকলে মিলে তিস্তা বাচাই। 

লালমনিরহাটে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই শ্লোগানে কালীগঞ্জে উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের মাঠে তিস্তা নদী রক্ষা আন্দোলন চন্দ্রপুর ইউনিয়ন বাসির আয়োজনে এক প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় আক্কেল আলী মাস্টার, আহ্বায়ক চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ উপজেলা শাখা ও বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান ৫নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, সদস্য সচিব উপজেলা বিএনপি কালীগঞ্জ আবুল কালাম আজাদ বাবু, -যুগ্ন আহবায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি, আলাল উদ্দিন আলাল,আবুল বাশার মুক্তা,আব্দুর রাজ্জাক, চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ সহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশ বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী লাগাতার কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভার আলোচনা করা হয়। প্রস্তুতিমূলক সভাটি সঞ্চলনা করেন চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন,। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow