থানচিতে অর্ন্তভূক্তিমূলক শিশু ও মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের অবিহত করণ কর্মশালা অনুষ্ঠিত
বান্দরবানের থানচিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন (WGFIE)প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্পের সূচনা এবং অবহিতকরন দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১০টা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো শুভ উদ্বোধন করা হয়।
দাতা সংস্থা কানাডা,বাংলাদেশ সরকার ও ইউেনডিপি এবং পার্বত্য জেলা পরিষদের যৌথ অর্থায়নের পার্বত্য চট্টগ্রামে ইকোসিস্টেম রিস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট, (ইউএনভিপি) পরিচালিত প্রকল্পের কর্মকর্তাদের আয়োজনের কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌথুরী সভাপতিত্ব করেন।
বান্দরবান জেলা কর্মকর্তা সিংমাপ্রু মারমা প্রকল্পের লক্ষ্য,করনীয়,প্রকল্প এলাকার,সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টর মাধ্যমে উপস্থাপন করেন।
উপস্থিত ও অংশগ্রহনকারীদের মধ্যে মুক্ত আলোচনা পরে অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, দাতা সংস্থা ইউএনডিপি এর প্রকল্প পরিচালক খুরশি রায় ত্রিপুরা,মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সুপাভাইজার চান্দ মিয়া,ওসি প্রতিনিধি এসআই বোরহান উদ্দিন প্রমুখ।
প্রকল্পের সংশ্লিষ্ঠ কর্মকর্তারা জানান, থানচি উপজেলা থানচি কলেজ,৫টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও নারী শিক্ষার্থীরা এ প্রকল্পের উপকারভোগী হিসেবে সহযোগীতা পাবে। গত মার্চ মাসের প্রকল্প কাজ শুরু হলে ও আগামি ফেব্রুয়ারী ২০২৫ মধ্যে প্রকল্পের মেয়াদ সমাপ্তি ঘটাবে। প্রকল্পের বান্দরবান জেলার ৭ উপজেরা ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শুধু মাত্র শিশু ও মেয়েদের ক্ষমতায়নের কাজ করবেন বলে প্রকল্পের সংশ্লিষ্ঠ কর্মকর্তারা জানান দিয়েছে।
What's Your Reaction?