থানচিতে এনজিও বার্ষিক কর্মকান্ডে সংলাপ অনুষ্ঠিত

থানচি(বান্দরবান)প্রতিনিধি
Nov 15, 2024 - 20:40
 0  20
থানচিতে এনজিও বার্ষিক কর্মকান্ডে সংলাপ অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলা প্রিন্ট,ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মী সঙ্গে এনজিও সংস্থা বিএনকেএস 'র বার্ষিক কার্যক্রমের উপর সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টা এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি  বিএনকেএস প্রকল্প অফিস কক্ষে উপজেলার সাংবাদিকদের সঙ্গে এনজিও সংস্থা বিএনকেএস প্রকল্পের বার্ষিক কার্যক্রম নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়।
এনজিও বিএনকেএস 'র প্রকল্পের উপ-পরিচালক উবানু মারমা সভাপতিত্বে বার্ষিক কার্যক্রম সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভি উপজেলা প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা অনুপম।

এছাড়া থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, কোষাধ্যক্ষ চিংথোয়াইঅং মারমা, নির্বাহী সদস্য মথি ত্রিপুরা ও বিএনকেএস এনজিও প্রকল্প ব্যবস্থাপক ভাননুন সিয়াম বম সহ বিএনকেএস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, নারী অধিকার, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জনসচেতনতা মূলক কর্মসূচির আওতায় সকল কার্যক্রম পরিচালনা করে আসছে বিএনকেএস এনজিও। এই কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়িত কাজের সফলতা ও ব্যর্থতা উপর বার্ষিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিএনকেএস এনজিও কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে ভবিষ্যতে সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। পরিশেষে বলি বাজার উচ্চ বিদ্যালয়কে বিএনকেএস এনজিও কর্তৃক শিক্ষার্থীদের জন্য একটি পানি বিশুদ্ধকরণ ফিল্টার ও প্রাথমিক চিকিৎসা কিট বক্স বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow