থানচিতে এসএসসি ও সমমনা পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে
বান্দরবানে থানচিতে শান্তিপূর্ণ ও কঠোর নিরাপত্তা বেষ্টনিতে এসএসসি ও সমমনা পরীক্ষার প্রথম দিন শেষ হয়েছে।বৃহস্পতিবার যথারীতি সকাল ১০ টা হতে দুপুর ১ টা মধ্যে পরীক্ষা শেষ হয়।
এ বছর থানচিতে এসএসসি পরীক্ষায় পুরুষ শিক্ষার্থী চেয়ে নারী শিক্ষার্থীরা বেশি অংশ গ্রহন করেছে। থানচি উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপজেলা ৪ টি বিদ্যালয়ের মোট ৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থেকেছে।
অংশ নেয়া শিক্ষার্থীর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থী ২২১ জন আর বাঙালী শিক্ষার্থী ১৮ জন। নারী শিক্ষার্থী বেশী অংশ নেয়াটা বড় সাফল্য হিসেবে দেখছেন পরীক্ষা কেন্দ্র সচিব।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।
What's Your Reaction?