থানচিতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা
বান্দরবানে থানচিতে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। থানচি উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান খান চৌধুরী এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী ইমরান হোসেন সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এমদাদুল হক,উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের কর্মকর্তা ডা:ওয়াহিদুল জামান মুরাদ, থানচি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার,উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক চহ্লামং মারমা,থানচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক উথোয়াইওয়াং মারমা প্রমূখ।
সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং শহীদ ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গের আত্মত্যাগের প্রতি গভীর সমবেদনা জানান। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থান সংঘটিত তা পূরণকল্পে সকলের সম্মিলিত সাহায্য ও সহযোগিতা কামনা করেন। আহত এবং শহীদদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে উল্লেখ্য করেন এবং ভবিষ্যতে সর্বদা তাদের পাশে থাকার অঙ্গীকার করে শহীদের প্রতি ১ মিনিট নিরাবতা পালন করেন।
পরিশেষে তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের উদ্দেশ্যকে সমুন্নত রেখে সকলকে সাথে নিয়ে পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?