থানচিতে গণসংহতি আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বান্দরবানের থানচি উপজেলায় প্রথমবারের মতো রাজনৈতিক সংগঠন গণসংহতি আন্দোলনের উপজেলা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যুবনেতা মংসাই মারমাকে আহ্বায়ক ও সিনয়া ম্রোকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা আহ্বায়ক মির্জানুর রহমান (মির্জান)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী বলেন, “বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। তবে এখন ফ্যাসিস্ট ব্যবস্থাকেও চূড়ান্তভাবে বিদায় জানাতে হবে। এজন্য দরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য উবাথোয়াই মারমা, জেলা যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট উথোয়াইওয়াং মারমা (মিন্টু), মো. আবুল কালাম, যুগ্ম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট উচাইমং মারমা, মংবোওয়াংচিং মারমা (অনুপম), প্রচার সম্পাদক সুজস তংচগ্যা, থানচি শাখার নেতা সিংয়াং ম্রো, প্রদীপ ত্রিপুরা প্রমুখ।
কাউন্সিল অধিবেশনের সূচনা হয় গণশোভাযাত্রা ও জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। অধিবেশন উদ্বোধন করেন ছাত্র-জনতার বান্দরবান জেলা সমন্বয়কারী মো. নিজাম উদ্দিন (মিজান)। অনুষ্ঠানে থানচি অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
What's Your Reaction?






