থানচিতে গণহত্যা ও নিহতদের স্মৃতিচারণ অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবান
Mar 25, 2025 - 15:28
 0  8
থানচিতে গণহত্যা ও নিহতদের স্মৃতিচারণ অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলার নিহতদের স্মৃতিচারণ ও ২৫ মার্চের গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মসফিকুর রহমান, এবং পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পাকিস্তান হানাদার বাহিনীর বর্বর আচরণের প্রতি নিন্দা জানান। তারা বর্তমান প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানিয়ে স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।

এই দিবসটি পালনকালে উপস্থিত সবাই দেশের মুক্তিযুদ্ধের গুরুত্ব ও একাত্তরের গণহত্যার ভয়াবহতা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow