থানচিতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৫ শুরু

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 15, 2025 - 17:00
 0  7
থানচিতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৫ শুরু

সারা দেশের মতো বান্দরবানের থানচি উপজেলায়ও জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৫ সেবা কার্যক্রম শুরু হয়েছে। ১৫ মার্চ (শনিবার) সকালে থানচি উপজেলার নাইন্দারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।

থানচি উপজেলার চারটি ইউনিয়নের স্থায়ী একটি কেন্দ্র এবং অস্থায়ীভাবে ৯৪টি কেন্দ্রে মোট ৪৮ জন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীর মাধ্যমে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী ৬২৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩,৬৫১ জন শিশুকে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার স্বাস্থ্য পরিদর্শক উবামং মারমা, ব্র্যাক ম্যানেজার প্রিয়লাল তংচংগ্যা, স্বাস্থ্য পরিদর্শক ওঁ প্রকাশ সেন, থানচি থানার উপসহকারী পুলিশ পরিদর্শক পরিমল দে প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, "সব শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুলের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য, যাতে তারা সুস্থ থাকতে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো শিশুই যেন অপুষ্টির কারণে ঝরে না পড়ে। দুর্গম এলাকায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনিকভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow