থানচিতে নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

থানচি(বান্দরবান)প্রতিনিধি
Feb 14, 2024 - 19:00
 0  10
থানচিতে নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন
বান্দরবানে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনের 'ওয়ান বিলিয়ন রাইজিং’ উপলক্ষে নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী)  দুপুর ১ টায় মানববন্ধনের অংশ নেন অর্ধশতাধিক নর- নারী। তাদের হাতে ছিল নারীর প্রতি সংহিংসতা রোধের বিভিন্ন প্লেকার্ড লিফলেট। স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর আয়োজন করেন। একশন এইড বাংলাদেশ সহযোগীতা মানববন্ধন কর্মসূচীতে এনজিও সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার পেশল চাকমা,প্রকল্প কর্মকর্তা উক্যমং মারমা, মনিটরিং অফিসার পাখম বম,  ফিন্যান্স এন্ড এডমিন সারন ময় বম,প্রোগ্রাম এন্ড স্পন্সরশিপ অফিসার মংক্যওয়ং মারমা, প্যারামেডিক্স উসাইনু মারমা, অর্গানাইজার ক্যথউইঅং মারমা,  ঙুই চং ম্রোসহ নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow