থানচিতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
দেশে একটানা প্রায় ১৮ দিন কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সোমবার বিজয় লাভ হয়। এ উপলক্ষে বান্দরবানের থানচিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলার বিএনপি ও সর্বস্তরে ছাত্র জনতার আয়োজনে মঙ্গলবার বিকাল ৩ টা বিজয় উপলক্ষে থানচি বাজার চত্বর থেকে এক আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে থানচি বাজার প্রাঙ্গণে আনন্দ সমাবেশ করেছেন দলের নেতৃবৃন্দ।
এ সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক খামলাই স্রো এর সভাপতিত্বে ও বিএনপি সদর ইউনিয়নের সভাপতি মো: আবু সোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ক্যসাউ মারমা , মো: জসিম উদ্দিন,
যুব দলের সভাপতি মংসিংহাই মারমা, সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার উহ্লামং মারমা, বিএনপি সদর ইউপি সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরা,বলিপাড়া ইউনিয়ন সভাপতি, শ্রমিক দলের আহ্বায়ক জয় মারমা,ও
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রমুখ।
এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শহীদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করে সমাবেদনা জানানো হয়। সমাবেশে ৫ শতাধিক বিএনপির বিভিন্ন স্তরে নেতা কর্মী স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে নেতার্মীদের মিস্টি বিতরণ করা হয়।
What's Your Reaction?