থানচিতে বিজিবির উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 12, 2025 - 19:02
 0  5
থানচিতে বিজিবির উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবানের থানচি উপজেলার শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার রিজিয়ন কমান্ডারের সৌজন্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি মানসম্মত চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি লাচ্ছা সেমাই।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান (এসবিপি, ও এসপি, বিএসপি)। এছাড়া বান্দরবান সেক্টরের অধিনায়ক কর্নেল মাহমুদুল হাসান (পিবিজিএম, বিপিএম-সেবা, পিএসসি), ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম (জি আর্টিলারি) এবং বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও কাজ করছে। রমজান মাসে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow